আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পোস্টে সবাইকে স্বাগতম জানাই
আজকে কথা বলতে চলেছি Unreal Engine এর গ্রাফিক্স নিয়ে আগে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ নিয়ে।অনেকে হয়তো দেখেছেন অনেকে দেখেন নাই। YouTube এ সার্চ করলেই আপনারা সেটি পাবেন এখনো।
আজকের পোস্টের উদ্দেশ্য সেটি নিয়ে। গেমটিতে দেখা যায় মাথার হ্যালমেট ক্যাম এবং আল্ট্রা রিয়ালিস্টিক গ্রাফিক্স নিয়ে শ্যুট করা হচ্ছে। মূলত সেটি কিভাবে খেলবেন সেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি
গেমের নাম: Rec.o.r.d
Game size: 494 MB after installation
গেমের লিংক
প্রথমে taptap কিংবা প্লে স্টোর থেকে নামাবেন।
অতপর একটি usa ভিপিএন কানেক্ট করবেন।(কারন এটির region restriction করা)
তারপর গেমে ঢুকবেন আর নিচের মতো option এখানে ক্লিক করবেন।
অতপর নিচের মতো কনফিগার করে নিবেন।
তারপর প্লে তে চাপ দিয়ে খেলবেন।নিচে স্ক্রিনশট দিলাম..