বাংলাদেশে মোবাইল ব্যাংকিং গুলো মধ্যে অন্যতম মোবাইল ব্যাংকিং হচ্ছে উপায়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) এর সহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ফিনটেক কোম্পানি লিমিটেড এর একটি অর্থনৈতিক সেবা হচ্ছে এই উপায়। অর্থাত UCB ব্যাংকের মোবাইল ব্যাংকিং উপায়।
উপায় প্রতিনিয়ত তাদের গ্রাহকদের নতুন নতুন অফার দিয়ে যাচ্ছে। এখন উপায় এর গ্রাহকরা ফ্রি তে ক্যাশ রিওয়ার্ড নিতে পারবেন, আর এই ক্যাশ রিওয়ার্ড দিয়ে পেমেন্ট, মোবাইল রিচার্জ করতে পারবেন, এই অফারটি উপায় এর সকল গ্রাহক উপভোগ করতে পারবে।
একজন উপায় গ্রাহক প্রতিদিন একটি করে ফ্রি Spin পাবে তা ঘুরালে ক্যাশ রিওয়ার্ড পাওয়া যাবে.!
এছাড়া
- ২৩ টাকা মোবাইল রিচার্জ.!
- ২০২৩ টাকা ক্যাশ আউট.!
- ২০২৩ টাকা ক্যাশ ইন.!
- ২০২৩ টাকা মেক পেমেন্ট
- ২০২৩ টাকা ফান্ড ট্রান্সফার .!
উপরের যেকোনো একটি লেনদেন করলে একটি করে Spin পাবে। যতবারে এই নির্দিষ্ট পরিমাণ লেনদেন করবেন ততবারে একটি করে Spin পাবে.!
Spin ঘুরালে কে কত পয়েন্ট পাবে তা নির্দিষ্ট করে বলা যাবে না স্পিনে ১০০ পয়েন্টে ১ টাকা ক্যাশ রিওয়ার্ড। উপায় ক্যাম্পেইন পিরিয়ডে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী গ্রাহককে (যিনি ক্যাম্পেইন চলাকালীন সময়ে উপায় চাকা ঘুরিয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবেন) সে গিফট হিসাবে পাবে একটি আকর্ষণীয় বাইক এছাড়াও প্রতিদিন সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা গ্রাহক ১০,০০০ পয়েন্ট বোনাস পাবে।
কি ভাবে স্পিন ঘুরাবেন দেখে নিয়া যাক। প্রথম এ উপায় অ্যাপ এ ঢুকে নিচে দেখবেন উপায় চাকা তা তে ক্লিক করবেন।
এখন স্পিন করুন এতে ক্লিক করুন।
স্পিন এ ক্লিক করুন !
তার পর আবার Spin এ ক্লিক করলে স্পিন ঘুরতে থাকবেন.!
এর পর এগিয়ে যান
এখন আপনার পয়েন্ট অনুযায়ী ক্যাশ রিওয়ার্ড এর ক্যাটাগোরি দিয়া আছে তা তে ক্লিক করলে আপনার একাউন্ট এ ক্যাশ রিওয়ার্ড অ্যাড হয়ে যাবে.!