Site icon New BD Shop

YouTube shorts কি ? এটা কি Tik-Tok এর মতো শর্ট ভিডিও অ্যাপ

ইউটিউব শর্টস (YouTube shorts) কি (What is YouTube shorts in Bangla) এবং এর সুবিধা গুলো নিয়ে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো।

প্রায় প্রত্যেক দেশেই YouTube এর জনপ্রিয়তা প্রচুর রয়েছে এবং এটা প্রচুর বিখ্যাত একটি অনলাইন প্লাটফর্ম যেটাকে প্রত্যেক ব্যক্তি ব্যবহার করে থাকে।

কেও হয়তো ইউটিউবের মাধ্যমে চ্যানেল তৈরি করে নিজের পণ্যের প্রচার করছেন আবার কেও হয়তো ইউটিউবের ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে অনলাইনে টাকা আয় করছেন।

এছাড়া, অনেকেই আছেন যারা ইউটিউবের মাধ্যমে পড়াশোনা, কোর্স, টিউটোরিয়াল ইত্যাদি গ্রহণ করছেন এবং শিখছেন।

ইউটিউবের মাধ্যমে অনেকের জীবন বদলে গেছে এবং প্রচুর কাজের এই প্লাটফর্ম যদি আমি বলি তাহলে হয়তো আমি ভুল বলছিনা।

তবে, প্রায় কিছুদিন আগেই YouTube এর দ্বারা একটি নতুন update নিয়ে আসা হয়েছে যেটার নাম হলো “YouTube shorts“.

YouTube shorts এর features গুলোর মিল কিছুটা Tik Tok এর মতোই রয়েছে যার জন্য অনেকেই ইউটিউব শর্টস ব্যবহার করার ক্ষেত্রে অনেক আগ্রহী।

এখানে আপনারা টিক-টক (Tik-Tok) এর মতোই ১৫ সেকেন্ডের শর্ট ভিডিও (short videos) গুলো বানিয়ে অনলাইনে লোকেদের সাথে শেয়ার করতে পারবেন।

এমনিতে, YouTube shorts এর ক্ষেত্রে short videos তৈরি করার জন্য প্রচুর video effects গুলো দেওয়া হয়েছে যার জন্য আপনার ভিডিও গুলো দেখতে অনেক প্রফেশনাল (professional) হয়ে দাঁড়ায়।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা ইউটিউব শর্টস কিভাবে ব্যবহার করবেন এবং ভিডিও কিভাবে তৈরি করবেন এই বিষয়ে সবটা বিস্তারিত ভাবে জেনেনিব।

ইউটিউব শর্টস কি ? (What Is YouTube Shorts in Bangla)

সরাসরি এবং সোজা ভাবে বললে, YouTube shorts হলো YouTube এর একটি নতুন feature বা service যেটার মাধ্যমে short video তৈরি করা যেতে পারে।

এটা কিন্তু পুরোপুরি টিক-টক (Tik-Tok) এর মতোই শর্ট ভিডিও তৈরি করা এবং শেয়ার করার একটি সার্ভিস।

এখানে creators সর্বাধিক ১৫ সেকেন্ড এর শর্ট ভিডিও গুলো বানাতে পারবেন এবং সেগুলোকে কিছু দিয়ে দেওয়া এফেক্টস (effects) এর ব্যবহারের ফলে প্রফেশনাল লুক দিতে পারবেন।v

এমনিতে Tik-Tok বেশিরভাগ জায়গাতে ব্যান্ড (band) হওয়ার পর শর্ট ভিডিও তৈরি করার প্রচুর এপস লঞ্চ হয়েই চলেছে।

তবে, Google / YouTube এক্ষেত্রে দেরি না করে তাদের একটি short video service লঞ্চ করে দিয়েছেন YouTube shorts এর নামে।

আপনি যদি YouTube এর এই শর্ট ভিডিও তৈরি করার feature ব্যবহার করতে চাইছেন, তাহলে নিজের মোবাইল থেকে YouTube app এর মাধ্যমে করতে পারবেন।

সরাসরি YouTube app দিয়ে short videos বানিয়ে সেগুলোকে সহজেই share করতে পারবেন।

এখানেও আপনারা সেই প্রত্যেকটি features গুলো পাবেন যেগুলো অন্যান্য জনপ্রিয় short video sharing app গুলোতে রয়েছে।

যেমন, music, multiple video segmentation এবং video speed control এর মতো কিছু features.

এতে, creators রা music এর সাথে short video বানাতে পারবেন এবং নিজের হিসেবে edit করে নিতে পারবেন।

বর্তমান সময়ে Android OS এবং iOS platform দুটোর ক্ষেত্রেই ইউটিউব শর্টস ব্যবহার করতে পারবেন।

YouTube shorts এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

YouTube short ভিডিও কিভাবে বানাবেন ?

যদি আপনি ইউটিউবের শর্টস ফীচার এর ব্যবহার করে শর্ট ভিডিও বানাতে চাইছেন, তাহলে সবচেয়ে আগেই নিজের মোবাইল থেকে YouTube app টিকে update করতে হবে।

Update করার পরে আপনার YouTube app এর মধ্যে YouTube shorts এর feature যোগ হয়ে যাবে এবং আপনি সেটার ব্যবহার করতে পারবেন।

এমনিতে ইউটিউব শর্টস দ্বারা ভিডিও বানানোর নিয়ম অনেক সোজা, তবে অনেকে এখনো এর মাধ্যমে ভিডিও তৈরি করা এবং এডিট করার প্রক্রিয়া জানেননা।

চলুন, ইউটিউব শর্টস দিয়ে শর্ট ভিডিও কিভাবে বানাবেন সেটা নিচে জেনেনেই।

  1. সবচে প্রথমেই আপনাকে নিজের মোবাইলে থাকা official YouTube app টিকে open করতে হবে।
  2. এবার আপনারা app টিকে open করার পর নিচের দিকে মধ্যেখানে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন, আপনাকে সেই প্লাস আইকনে ক্লিক করতে হবে।
  3. এখন, আপনি ৩ টি আলাদা আলাদা option দেখতে পাবেন যেখান থেকে “create a short video” অপশনে ক্লিক করতে হবে।
  4. এবার, ভিডিও রেকর্ড হওয়ার হনন আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তাই, নিজের ইচ্ছে হিসেবে ভিডিও রেকর্ড করে নিন।
  5. ভিডিও রেকর্ড করার পর আপনি ভিডিওতে music যোগ করতে পারবেন। বিভিন্ন effects এবং filters গুলো দিয়ে ভিডিওটি এডিট করতে পারবেন।
  6. Video সঠিক ভাবে তৈরি করে এডিট করে নেওয়ার পর এবার আপনি ভিডিওর title এবং description দিয়ে দিতে হবে।
  7. শেষে, ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিলেই সবটা হয়ে যাবে।

মনে রাখবেন, ইউটিউব শর্টস ভিডিও বানানোর জন্য আপনার একটি YouTube account থেকে থাকতে হবে।

কারণ, যখনি আপনি ভিডিও বানিয়ে সেগুলোকে আপলোড করবেন, তখন ভিডিও গুলো আপনার ইউটিউবের চ্যানেলেই গিয়ে আপলোড হবে।

তাই, যদি আপনি শর্টস ভিডিও বানাতে চাইছেন তাহলে সবচেয়ে আগেই আপনাকে নিজের একটি ইউটিউবের চ্যানেল / একাউন্ট বানিয়ে নিতে হবে।

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, ইউটিউব শর্টস কি (About YouTube Shorts in Bangla) এবং কিভাবে ব্যবহার করবেন নিয়ে লিখা আমাদের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন।

 

 

 

 

Exit mobile version