নিয়ম ও শর্তাবলি
পরিচিতি
নিউবিডিশপ এ আপনাকে স্বাগতম। নিউবিডিশপ দ্বারা পরিচালিত এই সাইটটি ব্যবহার করার আগে অনুগ্রহ করে এই ব্যবহারকারীর শর্তগুলি পড়ুন। আমরা আমাদের পণ্য এবং পরিসেবার প্রচার এবং বিক্রয়ের উদ্দেশ্যে এই সাইটটি পরিচালনা করি। আমরা অনেক প্রাইভেট এবং সরকারী প্রশিক্ষণ প্রকল্পেও কাজ করি। আপনি যদি আমাদের পরিসেবাগুলি নিতে আগ্রহী হন তবে আমাদের শর্তাবলীর সাথে সম্মত হওয়া বাধ্যতামূলক।
গোপনীয়তা
চুক্তির সময় অনুগ্রহ করে আমাদের গোপনীয়তা নীতি পর্যালোচনা করুন। আমাদের দ্বারা প্রদত্ত কোম্পানির তথ্য / ডেটা সম্পূর্ণ গোপনীয় রাখতে হবে। আপনি বা আপনার সাইটের ব্যবহার আমাদের দ্বারা কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখা হবে। গোপনীয়তা চুক্তি এবং প্রযোজ্য আইন ও প্রবিধান অনুযায়ী আপনি যদি গোপনীয়তা চুক্তিতে উল্লেখিত পদ্ধতিতে স্থানান্তরীত বা সঠিক ব্যবহার করা না হয়, সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে পারি।
প্রোডাক্ট ডেলিভারির সময়সীমাঃ
আমাদের নিউবিডিশপ এর ক্যাশ অন ডেলিভারি তে অর্ডারকৃত পণ্য ডেলিভারি সময়সীমা ৭ থেকে ৬০ দিন এবং ফুল পেমেন্টে অর্ডারকৃত পণ্য ডেলিভারি সময়সীমা ৭ থেকে ৩০ দিন পর্যন্ত হতে পারে!
রিটার্ন নীতিঃ
নিউবিডিশপ এর থেকে ক্রয় কৃত কোন প্রোডাক্টে যদি কোন সমস্যা বা ডিফেক্ট থাকে তাহলে আমরা পাঁচ থেকে সাত দিনের ভিতরে প্রোডাক্ট রিটার্ন করে নিব!
বিক্রয় পরবর্তী সেবাঃ
নিউবিডিশপ একটি অনলাইন শপ আমরা কোন প্রোডাক্টে কোনপ্রকার বিক্রয় পরবর্তী সেবা করি না, কারণ প্রোডাক্টগুলোর পরবর্তী সেবা প্রদান করবে প্রোডাক্ট নির্মাতা কোম্পানি!