Skip to content

ইউটিউব ও ফেসবুকের ভিডিও ডাওনলোড করার উপায়

বর্তমান সময়ে আমরা যারা এন্ড্রয়েড বা স্মার্ট ফোন ব্যবহার করি, তাদের প্রায় ৮০% লোকেই জানেনা কিভাবে Facebook ও Youtube  এর ভিডিও ডাওনলোড করতে হয়।

আমরা ফেসবুক ও ইউটিউবে ভিডিও দেখতে পারলেও খুব সহজে কিন্তু ফেসবুক ও ইউটিউবের ভিডিও ডাউলোড করতে পারি না। কিভাবে ফেসবুক ও ইউটিউবের ভিডিও খুব সহজে ডাউনলোড করা যায় এ বিষয়ে আমি আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করব।

ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়মঃ

ফেসবুক থেকে ভিডিও ডাওনলোড করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপ থেকে থ্রি-ডট অথবা সেয়ার বাটনে ক্লিক করুন।

 

এরপর ভিডিও লিংকটি কপি করে নিন-

 

 

ভিডিও লিংক টি কপি হলে en.savefrom.net ওয়েবসাইটে গিয়ে পেস্ট করি-

 

উপরের বক্সে লিংক পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করলে কিছুক্ষন পর নিচে ভিডিওটা দেখা যাবে। এখান থেকে বিভিন্ন কোয়ালিটিতে ডাওনলোড দিয়ে নিতে পারবেন।

 

 

ডাওনলোড শেষ হলে ভিডিও চালিয়ে দেখতে পারবেন।

 

 

একই ভাবে আপনি ইউটিউব থেকেও ভিডিও ডাওনলোড করে নিতে পারেন,আমি ইউটিউব ভিডিও  লিংক কপি করার নিয়ম দেখিয়ে দিচ্ছি।

ইউটিউব থেকে ভিডিও ডাওনলোড করার নিয়মঃ

প্রথমেই ইউটিউব অ্যাপ এ প্রবেশ করে ভিডিওর নিচে ডান কোনায় থ্রি ডট মেনুতে ক্লিক করি-

 

 

Share বাটনে ক্লিক করি-

 

 

এখন ভিডিও লিংক কপি করে নেই।

 

 

ভিডিও লিংক কপি করে উপরের নিয়মে ভিডিও ডাওনলোড করে নিন।

ফেসবুক ইউটিউব ছাড়াও এই সাইটটির মাধ্যমে instagram ও twitter এর ভিডিও ডাউনলোড করতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *