Skip to content

এক অ্যাপের মধ্যেই পাবেন আপনার দৈনন্দিন প্রয়োজনীয় সকল অ্যাপসগুলো

আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের মাঝে চমৎকার একটা অ্যাপ নিয়ে হাজির হয়েছি।
যে অ্যাপটির মধ্যে পেয়ে যাবেন আপনার দৈনন্দিন প্রয়োজনীয় অনেক অ্যাপ। এছাড়া সেই অ্যাপটির সাইজও অনেক ছোট মাত্র ১৮ এমবি।
এ অ্যাপটির মধ্যে বিভিন্ন টিভি চ্যানেল,নিউজ চ্যানেল,এআই টুলস,সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু এর মধ্যেই পেয়ে যাবেন ফলে আপনাকে আলাদা করে আপনার ফোনটিকে সেসব অ্যাপ ইনস্টল করতে হবে না।
তো এর জন্য প্রথমে ফোনের প্লে-স্টোরে সার্চ দিয়ে নিচের অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন।

 

এবার হোম পেজে দেখুন

অনেক টিভি চ্যানেল ও লাইভ টিভি অ্যাপসহ সমস্ত কিছু

দেখুন আমি Toffee App ক্লিক করছি

দেখুন ট্রফি অ্যাপ ওপেন

আমি এখানে Sony Aath এ ক্লিক করেছি দেখুন চলতে শুরু করেছে

আমি এখানে Sony Aath এ ক্লিক করেছি দেখুন চলতে শুরু করেছে

ওপরে শর্টকার্ট এ সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে সহজে সেইসব অ্যাপগুলো দেখতে পারবেন

এছাড়া লাইভ টিভি চ্যানেলগুলোও

এছাড়া এআই টুলসগুলোও

আরো অনেক ফিচার রয়েছে এ অ্যাপে আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন।আশাকরি বুঝতে পেরেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *